5G

ব্যুরো নিউজ, ১৯ অক্টোবর: ১৬ GB র‍্যাম-সহ Nokia G42 5G ফোন কিনলে ফ্রিতে Bluetooth headphone!

ভারতে কম দামের 5G ফোন নিয়ে এলো Nokia। Nokia G42 5G ফোনে 16GB র‍্যামের ক্ষমতা রয়েছে। এই ফোনে 8GB RAM যোগ করা হয়েছে। ইন্টারনাল ও ভার্চুয়াল মিলে Nokia G42 5G ফোনটিতে 16GB (8GB+8GB) RAM এর পারফরমেন্সের সুযোগ রয়েছে।

এই ফোনের ছোট ভেরিয়েন্টে 6GB ইন্টারনাল RAM এর সঙ্গে 5GB ভার্চুয়াল RAM দেওয়া হয়েছে। ফলে এই মডেলটিতে মোট 11GB RAM উপভোগ করা যাবে।

অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর | FD-তে রেকর্ড সুদ!

ভারতে Nokia G42 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। 6GB RAM + 128GB স্টোরেজ-সহ ফোনটির বেস ভেরিয়েন্ট ১২ হাজার ৫৯৯ টাকা দামে লঞ্চ করা হয়েছে। আমাজন সেল উপলক্ষে বর্তমানে এই ফোনটি ১১ হাজার ৯৯৯ টাকা দামে সেল করা হচ্ছে।

এবার এই ফোনের 8GB RAM + 256GB মেমরি ভেরিয়েন্টটি ১৬ হাজার ৯৯৯ টাকা দামে পাওয়া যাবে। আগামী ১৮ অক্টোবর থেকে Nokia G42 5G 8GB মডেল সেল করা হবে। এই ফোনের সঙ্গে ফ্রিতে দেওয়া হবে Bluetooth headphone। ফোনটির Grey, Purple ও Pink কালার অপশনও রয়েছে।

এই ফোনটি অ্যান্ড্রয়েডঃ অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। Nokia G42 5G তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সেলফির ক্যামেরায় ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর