ইভিএম নিউজ ব্যুরো, ৯ জুনঃ (Latest News)
হিলিতে অবৈধ চোরাচালান বন্ধ ও সীমান্ত গার্ড পরিকল্পনা নিয়ে হিলি সীমান্ত পরিদর্শনে এলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।
রবিবার দুপুর একটা নাগাদ হিলি চেকপোস্টে এসে পৌঁছান বর্ডার গার্ড বাংলাদেশের পদস্থ আধিকারিকরা। যাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিয়াইজি কুলবন্ত শর্মা, রায়গঞ্জ সেক্টরের কমানডেন্ট বিপিন কুমার, ৬১ বিএসএফ ব্যাটেলিয়নের কমানডেন্ট কমল ভগত ছাড়াও অনান্য বিএসএফ কর্মকর্তারা।
এদিন দু-দেশের জিরো পয়েন্টে একে অপরকে সংবর্ধনা জানাবার পাশাপাশি চলে সীমান্ত সম্পর্কিত একাধিক বিষয় নিয়ে আলোচনা। যেখানেই উঠে আসে গরু পাচার থেকে শুরু করে নানা অবৈধ কারবারের বিষয়ও। শুধু তাই নয়, এদিনের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হিলির হাড়িপুকুর গ্রাম। একেবারে বাংলাদেশ লাগোয়া এই গ্রাম দিয়েই বর্তমানে চোরাকারবার রমরমিয়ে চলছে। যা বন্ধ করবার পাশাপাশি সেই এলাকায় বর্ডার গার্ড পরিকল্পনা নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করেন বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
পাশাপাশি আলোচনার পরই তিনি বাংলাদেশের ভিতর দিয়ে হাড়িপুকুর গ্রামে গিয়ে এলাকা খতিয়ে দেখেছেন মেজর জেনারেল।
যদিও বিএসএফের তরফে বিষয়টি রুটিন ভিজিট বলেই দাবি করা হয়েছে। (EVM News)