ব্যুরো নিউজ, ২৩ জানুয়ারি: হাতির হানায় আতঙ্কে এলাকাবাসী
ফের হাতির তাণ্ডব কুমারগ্রামে। সেই তাণ্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমারগ্রামের মধ্য হলদিবাড়ি গ্রামের চারটি বাড়ি। এলাকার বেশকিছু নারকেল গাছ, সুপারি গাছ, কাঁঠাল গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও আনুমানিক এক বিঘা জমির বেগুন ক্ষেত তছনছ করেছে হাতিটি।
লক্ষ প্রদীপে সেজে উঠেছে বালুরঘাটের আত্রেয়ী
স্থানীয়দের বক্তব্য, রবিবার মাঝরাতে একটি হাতি মধ্য হলদিবাড়ির লোকালয়ে ঢুকে পড়ে। হাতি দেখেই আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন বাসিন্দারা। এলাকার চারটি বাড়ি থেকে চাল সাবাড়ের পর বিদ্যুতের খুঁটি ভেঙে দিয়েছে হাতিটি। তবে কোনও প্রাণহানি হয়নি।
এক বাসিন্দা রাজীব বর্মন বলেন, বনদপ্তর হাতির তাণ্ডব রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। তা না হলে, সাধারণ মানুষের আতঙ্ক কমবে না। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, লোকালয়ে হাতির হামলা হলে সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট নিয়মে আবেদন করলে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন। মধ্য হলদিবাড়িতে নজরদারি বাড়ানো হয়েছে। ইভিএম নিউজ