তেজস্বী

ব্যুরো নিউজ, ২ জানুয়ারি: সম্পত্তি বাড়ল তেজস্বী ও নীতীশের

রাজনীতিতে যতই সময় যায় চেয়ারে থাকলে ততই বাড়ে সম্পদ। জনগনের সেবায় নিয়োজিত মানুষকে পরিত্রাণের তাঁরা নাকি পথ দেখায়, বিপদে অর্থ সাহাজ্য করে। অথচ এতো কিছুর পরেও বছরে বছরে সম্পত্তির পরিমান বেড়েই চলেছে মন্ত্রী, সাংসদ ও রাজনৈতিক নেতেদের। এবার সেই তালিকায় নাম উঠল বিহারের উপ- মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহারের উপ- মুখ্যমন্ত্রী তথা লালুপুত্র তেজস্বীর সম্পত্তি বেড়েছে অনেকটাই। বার্ষিক রিপোর্টে প্রকাশ পেয়েছে এখনকার সম্পত্তির পরমাণ প্রায় ৬ কোটি। এর মধ্যে বিভিন্ন ব্যাঙ্কে নগদ টাকা ১ লক্ষ ৩ হাজার। মা রারবি দেবি ও ভাই তেজ প্রতাপের সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে রয়েছে ৫৩ ও ৩৯ লক্ষ টাকা। এছাড়া রয়েছে কৃষি জমি বড় আকারের ৪ টি, জার মূল্য ২৫ লক্ষ টাকা। ৫ লক্ষ টাকার শেয়ার। এছাড়া আলাদাভাবে তেজ প্রতাপের সঙ্গে রয়েছে ৫ টি বড় কৃষিজমি ও বেশ কিছু ছোটখাটো সম্পত্তি।

জেলা শাসকের দফতরে বিক্ষোভ | ফেটে পড়লেন গাড়ির চালকরা

অপরদিকে উপ-মুখ্যমন্ত্রীর চেয়ে একটু পিছিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গত আর্থিক বছরে তাঁর যেখানে ৭৫ লক্ষ টাকা ছিল তা এবার বেড়ে হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ টাকা। ২০১১ সাল থেকে ওই রাজ্যের মন্ত্রীদের সম্পত্তির হিসাব  জমা দেওয়া শুরু হয়। নীতীশের একটি বড়সড় ফ্ল্যাট রয়েছে দিল্লির কাছে দ্বারকায়। সেই ফ্ল্যাটের মূল্য এখন যথেষ্ট বেড়েছে। এছাড়া তাঁর রয়েছে নগদ ২২ হাজার ৫৫২ টাকা, বিভিন্ন ব্যাঙ্কে রয়েছে ৪৯  হাজার ২০২ টাকা। একটি ফোর্ড গাড়ি রয়েছে, যার দাম ১১ লক্ষ ৩২ হাজার টাকা। রয়েছে ২ টি সোনার আংটি ও ১ টি সোনার আংটি। যার দাম প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা। সেই  সঙ্গে রয়েছে ১৩ টি গোরু, ১০ টি বাছুর ও আরও কিছু সম্পত্তি যার দাম প্রায় দেড় লক্ষ টাকা। এসব রিটার্নে জমা দেওয়া হলেও দেশের সাধারণ মানুষ তাকে কতোটা বিশ্বাস করে সে ব্যপারে সংশয় আছে। কারণ, ইডি, সিবিআই- এর হাতে ধরা পড়া ও ইনকাম ট্যাক্সের রেডের ফাঁদে পড়ে বহু নেতা- মন্ত্রীর পর্দা ফাস হয়েছে। দেখা গেছে বেনামে তাঁদের অনেক সম্পত্তিই থাকে নানা ডেরাইয় লুকানো থাকে বহু নগদ টাকা, সোনা ও মূল্যবান সামগ্রী -সহ একাধিক ফ্ল্যাট ও সম্পত্তি। তাই বাৎসরিক রিটার্নে আয়কর বিভাগের কাছে এইসব ‘করিৎকর্মা’ নেতা  হিসাব- নিকেশে সাধারণ মানুষ বিশ্বাস করেন না। তাঁদের বিলাস বৈভব কখনোই ওই সামান্য টাকায় সম্ভব নয়। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর