ইভিএম নিউজ, ১৬ মার্চঃ স্বয়ং ভগবানের সঙ্গে বিয়ে! হ্যাঁ ঠিকই দেখেছেন।স্বয়ং ভগবানের সঙ্গে বিয়ে করলেন এক তরুণী। গল্প নয় সত্যি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেখানকারই এক আইনি ছাত্রী ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন। মথুরার এক মন্দিরে বিবাহ সম্পূর্ণ হয় তাদের। ইতিমধ্যেই বহু সমাজ মাধ্যমে বহু চর্চিত তাদের এই বিয়ে।

সূত্রের খবর, আইনি ছাত্রীর নাম রক্ষা সোলাঙ্কি। এই মাসের ১১ তারিখ রক্ষা শ্রীকৃষ্ণের মূর্তি কোলে নিয়ে আগুনকে সাক্ষী রেখে, সমস্ত রীতিনীতি মেনেই বিয়ে করেন।তাঁর এই বিয়েতে আপত্তি ছিল না পরিবারের কোনও সদস্যেরই। আর তাই বেশ ধুমধাম করেই বিয়ে হয় তাঁদের। সেই বিয়েতে উপস্থিত ছিল পরিবারের সদস্য সহ প্রতিবেশিরাও।

রক্ষা বলেন, বাবার সঙ্গে গত বছর জুলাই মাসে বৃন্দাবনের এক মন্দিরে ঘুরতে যান। সেখানে গিয়েই কৃষ্ণপ্রেমে বিভোর হয়ে যান তিনি। যেমন একসময় মীরাবাঈ কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছিলেন। আর ঠিক তখন থেকেই শ্রীকৃষ্ণকে রক্ষা মনে মনে নিজের স্বামী হিসেবে মানতে শুরু করেন।

রক্ষার বোন অনুরাধা বলেন, “ভগবান কৃষ্ণের সঙ্গে রক্ষার বিয়ে পরিবারের সমস্ত সদস্য এবং আত্মীয়স্বজনের সম্মতিতেই হয়েছে। প্রত্যেকেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এখন শ্রীকৃষ্ণও আমাদের পরিবারের একজন হয়ে গেলেন”।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর