শুভেন্দু অধিকারী

ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ  চুরি নিয়ে জেলাশাসককে অভিযুক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বর্ধমানের কার্জনগেট চত্বরে দলীয় সভায় উপস্থিত ছিলেন তিনি। জেলার মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস সহ কয়েকজনকে চাকরি চুরি ও বালি চুরিতে সরাসরি যুক্ত আছেন বলে দাবী করেন। এরা জেলার নদীগুলি থেকে বালি তুলে ফাঁক করে দিয়েছে, একই অবস্থা পশ্চিম বর্ধমানের আসানসোলেরও। আর বীরভূমে পাথর খাদানেরও শেষ করেছেন কেষ্ট বাবু। জব কার্ডে যে দুর্নীতি হয়েছে তা প্রমাণ হয়েছে আধার লিংক করার পর। গোটা রাজ্যে এক কোটি জব কার্ড বাতিল হয়েছে আধার লিংক করার পর। তৃণমূল নেতারা ওই জব কার্ডের টাকা খেয়েছে। পুলিশ প্রশাসনকে উদ্দ্যশ্য করে তিনি বলেন, আপনারা রাস্তায় দাঁড়িয়ে থাকেন আর পিসি ভাইপোর জন্য টাকা যায়। উনি তো এখন হেলিকাপ্টার রানী, হেলিকপ্টারে যান। ভাইপো লিফটে চড়েন, লিফটে নামেন।

বালি পাচার হয় তৃণমূল নেতাদের তৈরি করা প্যাড মারফত। বর্ধমান ও বাঁকুড়ার জেলাশাসকের স্বামীরা বালি পাচারে যুক্ত বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। শক্তিগড়ের মত জায়গাতেও একজন ব্যক্তিকে খুন হতে হয়। আসলে পুলিশ প্রশাসন ভেঙ্গে পড়েছে। সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। পুলিশ প্রশাসন ব্যস্ত পিসি ভাইপোকে নিরাপত্তা দিতে। এদিন দুপুরে বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কৃষক মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন মিছিল জিটি রোড ধরে প্রায় দেড় কিলোমিটার গিয়ে শেষ হয় কার্জনগেট চত্বরে। মিছিল শেষে সভায় যোগ দেন শুভেন্দু। এই র‍্যালিকে কেন্দ্র করে গোটা রাস্তাকে পুলিশি নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছিল। ( EVM News)ময়নাগুড়িতে পালিত হল হনুমান জন্মজয়ন্তী উৎসব

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর