ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু কেন্দ্রের বঞ্চনার শিকার এই রাজ্য – বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ‘Talk to Mayor’ অনুষ্ঠানের সাংবাদিক বৈঠকেই একথা বললেন শিলিগুড়ির মেয়র। কিন্তু না বলা বাণী অর্থাৎ সরাসরি বললেন না এমন কিছুর ইঙ্গিত যেন রইলো। যেন বলতে চাইলেন, মানুষের না পাওয়ার যে ক্ষোভ দেখা যাচ্ছে, তার কারণ কেন্দ্রের বঞ্চনা। অথচ কেন্দ্রের উন্নয়ন সূচকে ভালো জায়গায় আছে বাংলা। এই প্রসঙ্গে কেন্দ্রের বঞ্চনার খতিয়ানও তুলে ধরলেন গৌতম দেব। সরাসরি অভিযোগ করলেন, রাজ্যের প্রাপ্য টাকাই দিচ্ছে না কেন্দ্র। একই সঙ্গে তাঁর আক্ষেপ, এ রাজ্যেরই কিছু বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারকে প্ররোচনা দিচ্ছেন রাজ্যের পাওনা টাকা আটকে রাখার জন্য।
শিলিগুড়ি পুরসভার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ যে উন্নয়নের ছোঁয়া সেভাবে পৌঁছয়নি তাদের এলাকায়। সে অভিযোগ কিন্তু একপ্রকার মেনেই নিয়েছেন মেয়র গৌতম দেব। একই সঙ্গে তাঁর বক্তব্য, এর কারণও আছে এবং সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবারও সেই কেন্দ্রের বঞ্চনার কথাই তুলে ধরলেন মেয়র। (EVM News)https://www.youtube.com/watch?v=d6SWcNFXoE4