ব্যুরো নিউজ, ১০ ডিসেম্বর: শহরে ‘সাইবেরিয়ান হালুম’
সাইবেরিয়া থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছলো একজোড়া সাইবেরিয়ান বাঘ। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় দার্জিলিং চিড়িয়াখানাতে।
মুখে মুখোশ! গ্রিল কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা
শনিবার রাতে এমিরেটস এর বিমানে কলকাতায় এলো একজোড়া সাইবেরিয়ান বাঘ। এর মধ্যে একটি পুরুষ ও একটি মহিলা বাঘ রয়েছ। মূলত এক্সচেঞ্জ পদ্ধতিতেই এই বাঘ দুটিকে নিয়ে আসা হল। পরিবর্তে ভারত থেকে দুটি লাল পান্ডা পাঠানো হয়েছে সাইবেরিয়াতে। কাঠের বাক্সের মধ্যে করে নিয়ে আসা হয় এই দুটি বাঘকে। কলকাতা বিমানবন্দরে ব্যবস্থা করা হয়েছিল বন্যপ্রাণী নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে করেই বাঘ দুটিকে নিয়ে কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। ইভিএম নিউজ