লিপস

ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: লিপস অ্যান্ড বাউন্ডস-এর রিপোর্ট হাইকোর্টে জমা দিল ED

নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। আর সেই সংক্রান্ত ৫ হাজার পাতার নথি ইডি-র অফিসে জমা দিয়েছিলেন অভিষেক। গত ১২ ডিসেম্বর মামলার শুনানিতে অভিষেকের নথি সংক্রান্ত প্রশ্ন করেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই পাহাড় সমান নথিতে কী আছে সেই নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি, এমনকি তিনি জানতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি পরিমাণ কত? পাশাপাশি তাঁর আয়ের উৎস কী? এই সব খতিয়ে দেখার কথা বলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ২০১৪ সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ বেড়েছে। কীভাবে তা হল সেই নিয়েও প্রশ্ন করেন বিচারপতি সিনহা।

ব্যাংকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত ১

এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমা দেওয়া ৫ হাজার পাতার নথি নিয়ে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED-কে কড়া ভাষায়  ওই নথি থেকে মূল বিষয়গুলি আদালতে পেশ করতে বলেন। এরপর ৫ হাজার পাতার নথি পুরোটা খতিয়ে দেখা সম্ভব হয়নি বলে উল্লেখ করেছিল কেন্দ্রীয় সংস্থা। সময় চাওয়া হয়েছিল। এরপর আজ নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখবন্ধ খামে পেশ করে ইডি। বিচারপতি সিনহা জানিয়েছেন, রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হবে। আগামী ২০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন সিবিআই-ও এই মামলার রিপোর্ট পেশ করবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর