ব্যুরো নিউজ, ৫ ডিসেম্বর: লরির ধাক্কায় গৃহবধূর মৃত্যু
স্বামীর স্কুটারের পিছনে তাঁর ৬ মাসের সন্তানকে নিয়ে বসে যাচ্ছিলেন এক গৃহবধূ। পথে নিয়ন্ত্রন হারিয়ে একটি লরি ধাক্কা মারে সেই স্কুটারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম সুমিতা মণ্ডল। তাঁর বয়স ২২ বছর। তাঁর বাড়ি সোনারপুর থানা এলাকার বিদ্যাধরপুরে। দুর্ঘটনায় জখম হয়েছেন তাঁর স্বামীও। তবে শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।
ফের আটকে পড়ল শ্রমিকরা | উদ্ধারকাজে বুলডোজার
সোমবার সন্ধ্যায় সোনারপুর থানার তেমাথার কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, সুমিতা তাঁর স্বামী কৃষ্ণ মণ্ডলের সাথে সোনারপুরের দিকে যাচ্ছিলেন। তাঁর কোলে ছিল তাঁর মাস ছয়েকের শিশু সন্তান। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিলো একটি লরি। সেইটি নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা মারে স্কুটারে। সুমিতা ছিটকে পড়ে যেতেই সেই ঘাতক লরির চাকা সুমিতাকে পিষে দেয়। ইতিমধ্যেই ঘাতক লরিটিকে আটক করা হলেও, চালক পলাতক। ইভিএম নিউজ