অরূপ পাল, ৮ মার্চঃ আবারও কি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে সংঘাতের পথে হাঁটতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা? লাল-হলুদের অন্দরমহলে কান পাতলে কিন্তু ঠিক তেমনটাই শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে পরের মরশুমের জন্য দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল বিনিয়োগকারী সংস্থার কাছে। সেই প্রস্তাবে একাধিক ফুটবলারের তালিকাও পাঠানো হয়েছিল ইমামি কর্তৃপক্ষের কাছে। সেই তালিকার প্রাপ্তি প্রেস বিবৃতি দিয়ে স্বীকারও করেছেন ইমামি কর্তারা। তবে বোর্ড মিটিং-এর তারিখ নিয়ে প্রেস বিবৃতিতে যা বলা হয়েছে, তা সঠিক নয় বলে এদিন জানিয়ে দেওয়া হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে।
ইমামির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘বোর্ড মিটিং-এর জন্য সময় দিতে পারছে না ইস্টবেঙ্গল ক্লাব। আর সেই জন্যই দেরি হচ্ছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। তবে আশা করা যায়, মার্চ মাসের শেষের দিকে ক্লাব কর্তারা সময় দিতে পারবেন। এবং মিটিং-এ বসতে পারবেন।’
যদিও ইস্টবেঙ্গল ক্লাবের দাবি একেবারে ভিন্ন। তাদের দাবি, ডিসেম্বর মাসে দলের খারাপ পারফরম্যান্স দেখে বোর্ড মিটিং ডাকার জন্য চিঠি দেওয়া হলেও কোন সভা ডাকা হয়নি। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমরা গত ডিসেম্বর মাসে চিঠি দিয়েছিলাম বসার জন্য। তবে এখনও সেই চিঠির উত্তর আমরা পাইনি। আমরা জানিয়েছিলাম দ্রুত বোর্ড মিটিং ডাকা দরকার। দলের পারফরম্যান্স খারাপ। দ্রত দু-তিনটে জায়গায় যদি পরিবর্তন আনা যায় তা হলে হয়ত আমরা একটু ভাল জায়গায় যেতে পারি। সেই চিঠির উত্তর এখনও পাইনি।’
নিতুর বক্তব্য, ‘কয়েকদিন আগে যখন আমরা আলোচনায় বসেছিলাম। সেই সময় আমাদের বলা হয়েছিল, ফেব্রুয়ারি মাসে মিটিং করার জন্য। আমরা বললাম, ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ সদস্যদের সঙ্গে কথা বলব বলে ঠিক করেছি। ১৯ তারিখের পর যে কোনও দিন মিটিং করা যেতে পারে। তারপরেও যদি ওনারা বলে থাকেন আমাদের কাছ থেকে মিটিং-এর তারিখ পাননি তবে তা দুর্ভাগ্যজনক’। ক্লাব কর্তাদের দাবী, এই ঘটনার ১৭ দিন কেটে যাওয়ার পরও বোর্ড মিটিং-এর দিনক্ষণ ঠিক করতে না পেরে পরোক্ষে ক্লাবের ওপর দায় চাপাচ্ছেন ইমামি কর্তারা।