চলুন যাই সৌদি আরবে! না এটা ভ্রমণ বা কোনও পর্যটনের বিষয় নয়। আপাতত আপনার একটা যোগ্যতা থাকতে হবে, তা হল রান্না করা জানতে হবে। তা সে আবার যে সে কারোর রান্না নয়। ঢুকতে হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রান্না ঘরে। সিআর সেভেনের পছন্দের ব্যাঞ্জন তৈরিতে বিশেষজ্ঞ হতে হবে। কারণ, সৌদি আরবে ক্লাব ফুটবল খেলতে গিয়ে খাওয়াদাওয়া নিয়ে বেশ বিপাকে পড়েছেন পর্তুগিজ তারকা। পছন্দের খাবার না পেয়ে তাঁর এবং বান্ধবী জিওরজিনা রদ্রিগেজের দিন কাটছে খুব কষ্টে। কারণ, পর্তুগিজ খাবার বানানোর মতো লোক পাচ্ছেন না রোনাল্ডো। আর তাই ইতিমধ্যেই  এমন একজন শেফ পাওয়ার জন্য তিনি ঘোষণা করেছেন মাসে তাঁকে সাড়ে চার লক্ষ টাকারও বেশি মাইনে দেবেন। ফুটবল জীবনের সায়াহ্নে পৌঁছে সৌদি আরবের ক্লাবে খেলার ডাক পেয়ে তিনি খুশি। কিন্তু সেখানে এখনও তাঁকে সতেরো কামরার একটি বিলাসবহুল হোটেলেই থাকতে হচ্ছে। অন্যদিকে অবসরের পর পর্তুগালের ক্যুইন্টা ডা মারিনহায়ে ৩৭ বছর বয়সী  রোনাল্ডো জমি কিনেছেন। যেখানে তিনি ২০২৩-এ একটি খামার বাড়ি তৈরি করবেন। যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর