রোগী

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর: রোগীর রক্তচাপ মাপছে‌ সিভিক ভলান্টিয়ার!

একটি ভিডিও পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভিডিওতে দেখাযাচ্ছে, একটি গ্রামীন হাসপাতালে রোগীর রক্তচাপ মাপতে দেখা গেল দুজন সিভিক ভলান্টিয়ার। সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার দিকগুলি তুলে প্রশ্ন তুলেছেন সুকান্ত।
ব্যাঙ্ক অভিযানে জেলা শাসক

জানা যায়, এই ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি গ্রামীন হাসপাতালের। এই বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে সুকান্ত মজুমদারের মন্তব্য, তৃণমূলের এগিয়ে বাংলার বিস্ময়কর নিদর্শন হল এই ভিডিও। এই ছবিই বলে দিচ্ছে কেমন বিশ্বমানের স্বাস্থ্য পরিসেবা দেয় তৃণমূল সরকার।

যদিও প্রশাসনের নির্দেশে সিভিক ভলান্টিয়াদের কাজে লাগানো হচ্ছে বিভিন্ন জায়গায়। এক্ষেত্রে ডাক্তারদের সাহায্য করতে প্রেসার মাপার যন্ত্র নিয়ে রোগীর প্রেসার মাপতে দেখা যায় দুজন সিভিক ভলান্টিয়ারকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে যায় নেট দুনিয়া থেকে রাজনৈতিক মহলে। ইভিএম নিউজ

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর