ব্যুরো নিউজ, ৩০ আগস্ট: রমরমিয়ে রাখি ব্যবসা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে রাখি বিক্রি চলছে ব্যাপকভাবে। দেশজুড়ে উৎযাপিত হচ্ছে রাখি-বন্ধন উৎসব। এই উৎসবে দেশের নাগরিকরা একে অপরকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হন। পাশাপাশি বনেরাও তার ভাই ও দাদার হাতে রাখি বাঁধেন তাদের রক্ষা করার উদ্দেশ্যে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ড বড়বাজার এলাকা, যা ব্যবসার প্রতিষ্ঠিত জায়গা হিসেবে সুপরিচিত। সেখানে বিভিন্ন দোকানে রাখির সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন ব্যবসায়ীরা। মূলত, ৫ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দাম পর্যন্ত দেশীয় বিভিন্ন ধরনের রাখি বিক্রি হচ্ছে গঙ্গারামপুরে। আর সেই রাখি কিনতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।
গঙ্গারামপুর শহরের বড় বাজার এলাকার বিভিন্ন দোকানগুলিতে নানান ধরনের রাখির সম্ভারে দোকান ভরে গেছে। বিভিন্ন ধরনের ডিজাইনের রাখিগুলি ক্রেতাদের আকর্ষণ করছে তা বলাই বাহুল্য। গতবছরের তুলনায় এবছর রাখির বাজারে কিছুটা মন্দা রয়েছে বলে জানান, প্রেমচাঁদ প্রসাদ ও রাজু প্রসাদ নাম রাখি ব্যবসায়ী। তারা বলেন, “গতবছর ব্যাপকভাবে রাখির বিক্রির হারছিল কিন্তু এবছর রাখি বিক্রেতে অনেকটা মন্দা রয়েছে তবে ক্রেতারা বিভিন্ন ধরনের রাখি কিনতে ভিড় জমাচ্ছেন। ৫ টাকা থেকে শুরু করে তুলোর রাখি ও বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রঙের আকর্ষণীয় রাখির সম্ভার রয়েছে। আর তা কিনতে ক্রেতাদের ভালোই ভিড় জমছে দোকানে”।
দোকানে রাখি বিক্রি হওয়াতে মুখে হাসি ফুটেছে রাখি ব্যবসায়ীদের। সর্বশেষে রাখি উৎসব ভাতৃত্ববন্ধনের একটি বড় উৎসব আর এই উৎসব কে ঘিরে ৮ থেকে ৮০ মেতে উঠেছে। রাখি কিনতে ক্রেতারা ভীড় জমাচ্ছেন গঙ্গারামপুর শহরের দোকানগুলিতে। আর তাতে রাখি ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে বিস্তর, পাশাপাশি লক্ষ্মীর ভারও পূর্ণ হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। ইভিএম নিউজ