ইভিএম নিউজ ব্যুরো, ১২ই মার্চঃ মদন মিত্র,অখিল গিরির পর এবার অসিত মজুমদার। মহিলাদের প্রতি অসৌজন্যমূলক উক্তি করা তৃণমূল বিধায়কদের যেন রাজনৈতিক বৈশিষ্ট্যে পরিণত হয়ে গিয়েছে। এবার হুগলীর বিজেপি সাংসদ তথা টলিউড অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে কটূক্তি করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এমনকি লকেটকে উদ্দেশ্য করে ‘অসভ্য মহিলা’ বলতেও শোনা যায় বিধায়ককে।
সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চুঁচুড়ার বিধায়ক জড়িত রয়েছেন বলে অভিযোগ করেছিলেন লকেট। তারই প্রেক্ষিতে এদিন তৃণমূল বিধায়কের কটূক্তি, “পার্থদার খুব ভালো বন্ধবী লকেট চট্টোপাধ্যায়। পার্থদার নামে তিনি টাকা তুলেছেন। লকেট চট্টোপাধ্যায় মদনদারও বান্ধবী। তিনি(লকেট) ইডি, সিবিআইকে নিয়ে কথায় কথায় গর্ব করেন। তিনি কোথায় কোথায় সিবিআই, ইডির সঙ্গে আড্ডা মারেন, তা বলুন। আমার কাছে খবর আছে, তিনি (লকেট চট্টোপাধ্যায়) রাতের বেলায় এদের সঙ্গে বসে আড্ডা মারেন”।
মাস পাঁচেক পূর্বে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে করা মন্তব্য ঘিরেও তুমুল বিতর্ক দানা বেধেছিল। ঘটনাক্রম ছিল এইরকম – রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অখিল গিরির চেহারা নিয়ে তির্যক মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করে গিয়েছিলেন অখিল। তিনি চেহারা নিয়ে পাল্টা কটাক্ষ করে বসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে। অখিল বলেছিলেন, “কী রূপসী! কী দেখতে ভাল! আমরা রূপের বিচার করি না। তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। কিন্তু তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা?” এই মন্তব্যের পর তৃণমূল বিধায়কের মন্ত্রী হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিলো রাজনৈতিক মহলে।
মাস খানেক পূর্বে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের একটি স্কুলের মিড ডে মিলের জন্য কর্মরত ৫ জন কর্মীর বেতন ৭ জন মিলে ভাগ করে নেওয়া প্রসঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্য ছিল, “ভারতবর্ষের কালচার হচ্ছে স্ত্রীকেও ৫ জন স্বামী ভাগ করে খেতে পারে”।
যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একজন নারী, সেই রাজ্যেরই বিধায়ক,মন্ত্রীদের বারবার মহিলাদের সম্পর্কে এহেন কুরুচিকর মন্তব্য সামনে আসায়, তৃণমূল দলের সংস্কৃতি ও রুচিবোধ এমনকি মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধীরা।