ব্যুরো নিউজ, ১২ নভেম্বর: মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪-এর প্রস্তুতি
মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২৪ এর প্রস্তুতির নির্দেশ দিয়েছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল-এর পবিত্র আদেশ মাথায় নিয়ে গাজীপুর জেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং ইউনিয়ন কমিটি, পুরসভার মেয়র, কাউন্সিলর প্রার্থী, কাউন্সিলের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে।
জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির বলেন, জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব, মহাগুরু, মহা সাধক, মহা তাপস মহা পবিত্র বিশ্ব উরস শরীফ২০২৪
এর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা সেই হুকুম মাথায় নিয়ে কাজ চালিয়ে যাব।
বীরভূমে অলৌকিক ঘটনা! চক্ষু চরকগাছ সকলের
ডাঃ জুয়েল কবির আরো বলেন, পৃথিবী ধ্বংসের মুখে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প হচ্ছে, বিশ্বযুদ্ধের আশঙ্কা চতুর্দিকে, বিপদ আর বিপদে মানুষ দিশেহারা, কোথাও কোনো শান্তি নেই । তাই সকলকে উধার্ত আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই প্রকৃত শান্তি আসবে বলেন ডাঃ জুয়েল কবির। ইভিএম নিউজ