ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ (Latest News) কাজ সেরে বাড়ি ফেরার কথা ছিল। অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরাও। ফিরলেনও। কিন্তু কফিন বন্দি হয়ে। মঙ্গলবার পূর্ব-সিকিমের সোমোগো লেকের কাছে তুষার ধসে মৃত্যু হয় শিলিগুড়ির শক্তিগড়ের বাসিন্দা সৌরভ রায় চৌধুরীর। বুধবার তাঁর মরদেহ পৌঁছলো শিলিগুড়ির বাড়িতে।
মঙ্গলবার মাঝ রাতেই ভাইপোর মৃত্যুর খবর পেয়েছিলেন কাকিমা রুনু রায় চৌধুরী। সৌরভের বাবা-মায়ের বয়স হয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে পাছে কোন দুর্ঘটনা ঘটে যায়, রাতে তাই সামান্যতম ইঙ্গিত পর্যন্ত দেননি রুনু। কিন্তু বুধবার সকালে সেই খবর আর চেপে রাখতে পারেননি তিনি। ছেলের মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পড়েন সৌরভের বাবা-মা। শোকস্তব্ধ গোটা এলাকাও।
বুধবার সিকিমের গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে ময়নাতদন্তের পর সৌরভের মরদেহ পরিবারের হাতে তুলে দেয় সিকিম প্রশাসন। বিকেল ৫ টা নাগাদ দেহ বাড়িতে পৌঁছয়। শেষ শ্রদ্ধা জানাতে প্রচুর সংখ্যায় মানুষ সৌরভের বাড়ির সামনে ভিড় করেন। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি-মেয়র রঞ্জন সরকার, স্থানীয় কাউন্সিলার সহ অন্যান্যরা।
অন্যদিকে, সিকিমের দুর্ঘটনার পর বুধবার বিকেলেই উদ্ধারকাজ বন্ধ করল ভারতীয় সেনা ও বর্ডার রোড অর্গানাইজেশন। নতুন করে আর কোন আহত বা নিহতের সন্ধান মেলেনি। বিকেলে উদ্ধারকাজ শেষ হওয়ার কথা সরকারি ভাবে জানায় সেনা৷ তুষার ধসে আহতদের হাসপাতালে দেখতে যান সিকিম সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। (EVM News)
জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তাল মালদহের চাঁচল