ব্যুরো নিউজ, ১২ অক্টোবর: মডেল ভিহান সিং-এর অভিনব উদ্যোগ
মডেল ভিহান সিং-এর উদ্যোগে আয়োজিত করা হোল এক অভিনব ফ্যাশন শো ও ডান্ডিয়া নৃত্যর। বিলিলিয়াস পার্কে এই ন্যাশনাল রানওয়ে ৱ্যাম্প শো ও ডান্ডিয়া নৃত্যর আয়োজন করা হয়েছিল। অভিনব এই উদ্যোগে নৃত্যর মাধ্যমে মডেলদের শো করতে দেখা গেছে ।
পুজো মণ্ডপ পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার
এই শো তে দেখানো হয়েছে বয়স কোন বাধা মানে না। যাঁরা সদ্য হাঁটতে শিখেছে সেইসব ছোট বাচ্চারাও ৱ্যাম্প ওয়াক করতে পারে। যাদের সারা দিন কাটে হেঁসেলে তাঁরাও পারে ঘর পরিবার সামলে অপরূপ নৃত্যে মজতে এছাড়া ৱ্যাম্প ওয়াকেও তাঁরা পিছিয়ে নেই।
এমন ভাবেও ভাবা যায়। আর এই ভাবনাকে পথ দেখালেন ‘Vihan Style Icon’-এর ডিরেক্টর মডেল ভিহান সিং। ইভিএম নিউজ