ব্যুরো নিউজ, ৫ সেপ্টেম্বর: ভোট দিলেন তৃণমূল ও বিজেপি প্রার্থী। আজ ধূপগুড়ি উপ-নির্বাচন। সকাল থেকেই লাইনে দাড়িয়ে ভোটাররা।
সাতসকালে সস্ত্রীক ভোট দিয়ে বেড়িয়ে এলেন তৃনমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়। প্রার্থীর প্রচার শেষ হয় রবিবার বিকাল পাঁচটায়। কর্ম সূত্রে তিনি ধূপগুড়িতে থাকলেও মঙ্গলবার সকাল সকাল নিজের আদিবাড়িতে পৌঁছে প্রথমে ‘মা’ কে প্রণাম করে আশীর্বাদ নেন। এরপর ঠাকুর ঘরে মাথা ঠেকিয়ে নিজের বুথে পৌঁছে যান নির্মল বাবু। পৌঁছে যান ঝাড়আলতা ১ নং গ্রাম পঞ্চায়েতের বামনটারী এডিশনাল প্রাথমিক বিদ্যালয় ১৫/৬৯ নং বুথে। তবে খোস মেজাজে ভোট দিয়ে বেড়িয়ে ১০০ শতাংশ জয় নিশ্চিত বলে জানালেন তিনি। ইভিএম নিউজ