ব্যুরো নিউজ, ১১ নভেম্বর: ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্যকে আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল 

 

তৃনমুলের ব্লক সভাপতি ও জেলা পরিষদের সদস্যের ওপর আক্রমণের প্রতিবাদে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। গতকাল বীরভূম জেলার খয়রাশোল ব্লকের লোকপুর থানার রুপুষপুর অঞ্চলের বারাবন গ্রামে দলীয় কর্মসূচি পালনের পর গোষ্ঠীদ্বন্দের জেরে খয়রাশোল ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী ও জেলা পরিষদ সদস্য নবগোপাল বাউরীর ওপর হামলার ঘটনা ঘটে।

দলীয় কর্মীদের হাতে আক্রান্ত ব্লক তৃনমুল সভাপতি সহ জেলা পরিষদ সদস্য

তৃনমুল ব্লক সভাপতির অভিযোগ খয়রাশোল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তথা বারাবন গ্রামের বাসিন্দা আইনুস খাঁয়ের নেতৃত্বে দলীয় কর্মসূচির শেষে আচমকা রড, ইট, চেয়ার ইত্যাদি নিয়ে হামলা চালানোর।

সেই ঘটনার প্রতিবাদ জানাতে শনিবার খয়রাশোলে একটি ধিক্কার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি নবনির্মিত দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসস্টপ বাজার পরিক্রমা করে এবং স্থানীয় বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মিছিলটির পুরোভাগে ছিলেন জেলা পরিষদ সদস্যা তথা তৃনমুল ব্লক সভাপতি কাঞ্চন অধিকারীর স্ত্রী আঁখি অধিকারী সহ তৃনমূলের নেতা কর্মী ও সমর্থকেরা। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর