ব্যুরো নিউজ, ৩ নভেম্বর: বাকিবুর: আরও এক মন্ত্রীর খোঁজ
রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এবার আরও এক মন্ত্রীর নাম জড়াতে চলেছে। বাকিবুরের মোবাইল ফোনে কথোপকথনের সুত্রেই সেই নাম জানতে পেরেছে ইডি। তবে তদন্তের স্বার্থে এখনই সেই নাম জানাতে রাজি নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ভাঙরের ISF বিধায়কের
একই সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র স্ত্রী ও কন্যার একাউন্টে পাওয়া গেছে হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা। এবার ইডি তাদের ব্যাঙ্কের লকারে তল্লাশি চালাতে চায়। মল্লিক পরিবারের ২ টি লকারের খোঁজ পেয়েছে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে তার ২ টি চাবি।
ইডির দাবি, দুর্নীতির কোটি কোটি কালো টাকায় নতুনভাবে খোঁজ পাওয়া ওই মন্ত্রীর মাধ্যমে বাড়ি, জমি, ফ্ল্যাট, হোটেল, প্রভৃতি কেনার জন্য বিনিয়োগ করেছে বাকিবুর। একই সঙ্গে রেশন দুর্নীতিতে যুক্ত একাধিক প্রভাবশালী ও রেশন ডিলারদের সঙ্গেও জ্যোতিপ্রিয়র যোগাযোগের প্রমান পেয়েছে ইডি। ইভিএম নিউজ