ব্যুরো নিউজ, ২ নভেম্বর: ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ
ব্যাবসায়ীর গাড়িকে লক্ষ করে গুলি চালানোর ঘটনায় পুলিশ ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। এইবার এই একই ঘটনায় অভিযোগ দায়ের হলো ব্যবসায়ী দীনেশ গরাই এর বিরুদ্ধে। আসানসোলের উত্তর থানার কন্যাপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।
রাস্তার বেহাল অবস্থা | অতিষ্ঠ জনজীবন
শুধু তাই নয়। ব্যবসায়ী দীনেশ গরাই এর ঘনিষ্ট ফটিক বাউরি ও কাজল মন্ডলের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। এই অভিযোগ করেন অরুন বাউরি। অভিযোগকারি অরুন বাউরির বক্তব্য, সোমবার দিন জমিতে জেসিবি দিয়ে কাজ করার সময় দীনেশ গরাই এসে বন্দুক ঠেকিয়ে কাজ বন্ধ করার কথা বলেন, রংবাজি চায় ও মারধর করে বলে অভিযোগ। দীনেশ গরাই রংবাজি করে তার বাগানে গুন্ডা দের আশ্রয় দিয়ে থাকে।
তবে এই বিষয়ে ব্যবসায়ী দীনেশ গরাই বলেন, জমি সংক্রান্ত এই ঘটনা সম্পূর্ণ সাজানো মিথ্যে। তিনি বলেন, এই ঘটনায় তাঁদের ৪ জন গ্রেফতার হয়েছে। প্রশাসনের প্রতি তার আস্থা রয়েছে। ন্যায্য বিচার প্রশাসন করবেই। ইভিএম নিউজ