সুস্মিতা হালদার ব্যুরো, ১২ অগাস্টঃ  আজ প্রবল বৃষ্টি হবে রাজ্যের ১০টি জেলায়। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা আছে।কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে সপ্তাহান্তে। দুই এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুই তিন দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস।

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পাঁচটি জেলার (উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি ১০টি জেলায় (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা প্রবল বৃষ্টিতে ভাসবে আজ । আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং এবং কালিম্পং একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস আছে। ওই দুটি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (EVM News)

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর