ইভিএম নিউজ  ব্যুরো, ৩রা মার্চঃ  ভারতীয় বংশোদ্ভূত হিসেবে বিশ্ব ব্যাংকের (World Bank) প্রেসিডেন্ট পদে আগেই মনোনীত হয়েছিলেন  ভারতীয় বংশোদ্ভূত  অজয় বঙ্গা। তাঁকে  এই  পদের যোগ্যতম ব্যক্তি হিসেবে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার বাইডেনের করা সেই  মন্তব্যকে সমর্থন করল ভারতও।

বিশ্বের প্রথম সারির পেমেন্ট সংস্থা মাস্টারকার্ডের প্রাক্তন চিফ এগজিকিউটিভ  বঙ্গার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেশের আগেই সেই পদ থেকে  ইস্তফা দিয়েছিলেন পূর্ববর্তী  ডেভিড মালপাস। অতীতে দেখা গিয়েছে এই পদে মার্কিন নাগরিকেরাই সাধারণত  জায়গা পেয়ে এসেছেন। তবে  বঙ্গা  প্রেসিডেন্ট হলে তিনিই হবেন  ওই পদের  প্রথম ভারতীয়।

৬৩ বছর বয়সি  ভারতীয় বংশোদ্ভূত  মার্কিন নাগরিক বঙ্গা বর্তমানে জেনারেল অ্যাটলান্টিকা নামে এক মার্কিন সংস্থার ভাইস চেয়ারম্যান পদে কর্মরত রয়েছেন ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর