বিদেশ

ব্যুরো নিউজ, ২৪ সেপ্টেম্বর: বিদেশ সফর সেরেই সোজা হাসপাতাল! চোটের কারণে ১০ দিন বিশ্রামে মুখ্যমন্ত্রী

বিদেশ সফর সেরেই সোজা হাসপাতাল! স্পেন ও দুবাই সফর সেরে শনিবার দেশে ফেরেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রবিবার বিকেলেই সোজা পিজি হাসপাতালে সটান হাজির হন খোদ মুখ্যমন্ত্রী।

জানা যায়, মাস তিনেক আগে জুন মাসে উত্তরবঙ্গ থেকে ফেরার সময়, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে কোমর ও পায়ে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, স্পেন-দুবাই সফর কালে সেই বাম হাঁটুতেই চোট পান তিনি।

NRS হাসপাতালে দালাল চক্র! গ্রেফতার ২

হাসপাতাল সূত্রে খবর, বিদেশ সফরকালে মুখ্যমন্ত্রীর হাঁটুতে জোরালো চোট লাগে। হাড় না ভাঙলেও হাঁটুতে ভালোরকম চোট পেয়েছেন তিনি। ব্যথা কমাতে দেওয়া হয় ইঞ্জেকশন। করা হয় MRI, প্রায় ৩ ঘণ্টা চলে চিকিৎসা। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে ১০ দিন বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসকরা।

জানা যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রুটিন চেক-আপের জন্য ৪:৩০ নাগাদ SSKM হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন স্বাথ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তার কিছুক্ষণ পর কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল আসেন SSKM-এর উডবার্ন ওয়ার্ডে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর