ব্যুরো নিউজ, ৪ সেপ্টেম্বর: বালি মাফিয়ারাদের রুখতে রাস্তায় মহিলারা। সকাল থেকে চরম উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার বনকাটি পঞ্চায়েতের ডাঙ্গা পাড়ায়। অবৈধ বালি কারবারে অতিষ্ট এলাকাবাসী। প্রতিবাদে, মহিলারা বাঁশ দিয়ে রাস্তা ঘিরে বালিঘাটের রাস্তা বন্ধ করে দেয়। যার ফলে নদী থেকে সরাসরি বালি তুলে নিয়ে ফেরার সময় প্রচুর ট্রাক আটকে পড়ে।

প্রতিবাদ করতে গিয়ে মহিলাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বালি মাফিয়ারা। গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি-ঘরে ফাটল, রাস্তা চলার অযোগ্য, নিজেদের জীবন বিপন্ন তাও প্রতিবাদ করতে পারবে না সাধারণ মানুষ? প্রতিবাদ করলেই প্রাণনাশের হুমকি। অভিযোগ, সব জেনেও চুপ প্রশাসন। ঘটনায় বাসিন্দারা নিরাপত্তার অভাব বোধ করছে বলেই জানান।

বাংলার ইতিহাসে নজির বিহীন ঘটনা | রাস্তা গড়ছেন খোদ বিধায়িকা

বাসিন্দাদের প্রবল প্রতিবাদে আজ পিছু হটেছে বালি মাফিয়ারা। স্থানীয়দের দাবি, তারা এই রাস্তা দিয়ে গাড়ি চলতে দেবে না তাতে তাদের প্রাণ চলে যায় যাক কোনভাবেই আর মাথা নত করতে রাজি নয় এলাকার মানুষ। ঘটনায় বনকাটি পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ এখন তো নদী থেকে বালি তোলা নিষিদ্ধ। তবে কোন ক্ষমতা বলে তারা নদী থেকে বালি তুলছে? এই প্রশ্ন তুলে তীব্র প্রতিবাদ জানায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর