ইভিএম নিউজ ব্যুরো, ৮ এপ্রিলঃ ফের কোচবিহার জেলায় তান্ডব চালাল বাইসন। যদিও আগের দিনের তুলনায় আজকের তাণ্ডব ছিল ভয়াবহ। ক্ষয়ক্ষতির পরিমানও ছিল অনেকটাই বেশি। কোচবিহার ১ নং ব্লকের হাড়িভাংগা গ্রামে বাইসনের তান্ডবে মৃত ১। আহত প্রায় ৮জন। গ্রামের বাসিন্দা হোসেন মিয়া জানান সকাল থেকে ২ টি বাইসন গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে। বিরেন বর্মন সকালে বাড়ির পেছনে কাজ করতে গেলে অতর্কিত হামলা করে বাইসন এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যাক্তির নাম বীরেন বর্মন (৫৯) আহতদের মধ্যে দুজনকে কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামের লোকের অভিযোগ বনদপ্তর এখনো সেইভাবেই এই বিষয়ের উপর হস্তক্ষেপ করেনি। আহতরা কোচবিহার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সূত্র জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকায় দুটি বাইসনকে তাণ্ডব চালাতে দেখেন বাসিন্দারা। প্রথমে ভুট্টাক্ষেতে ও পরে এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বাইসনগুলি। সেই সময়েই বাইসনের তাণ্ডবে মৃত্যু হয় বীরেন বর্মন নামে এক বাসিন্দার।
এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় বাইসন দুটিকে ট্রাঙ্কুলাইজ করা হয়। কোচবিহারের এডিএফও (ADFO-Assistant Divisional Forest Officer) বিজন নাথ বলেন, অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা। মৃতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।