ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর: বদলে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিন
১০ ডিসেম্বর হচ্ছে না TET পরীক্ষা, বদলে গেল সূচি। উত্তপ্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র | অভিভাবককে কামড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, ১০ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত অনুষ্ঠিত হবে টেট পরীক্ষা। মোট ১৫০ নম্বরে হবে এবারের টেট পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। বলেও জানানো হয়েছিল বিজ্ঞপ্তিতে। তবে এবার বদলে গেল ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার দিনক্ষণ। ১০ ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচি পরিবর্তন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর হবে টেট পরীক্ষা। পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে। ইভিএম নিউজ