বক্রেশ্বরে

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে তীর্থযাত্রীদের সমাগম 

হাঁসি-কান্না, সুখ-দুঃখের মধ্যদিয়ে কেটে গেলো ২০২৩ সাল। সূচনা হলো কিছু নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্য নিয়ে জীবনের এক নতুন অধ্যায়ের। জীবনের এই নতুন অধ্যায়ের সূচনা প্রারম্ভের ও আপনাদের সকলের জন্য রইলো ২০২৪ এর অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।

রেললাইনে ফাটল | ব্যাহত ট্রেন চলাচল

এই বছরটি সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের সাথে ভরপুর থাকুক। নতুন বছরটাকে আনন্দ, উৎসাহ ও সফলতায় ভরপুর রাখার জন্য আমার সকলেই বছরের এই প্রথম দিনটাকে বিশেষ আনন্দের সাথে উদযাপন করার সাথে সাথে বন্ধু-বান্ধব ও পরিজনদের আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আর আজ সেই শুভক্ষন।

২০২৪ এখন আমাদের দোরগোরায়। আর সকল দেশবাসীর পিকনিক, ও ভ্রমন পিপাসু মানুষদের ঘুরতে যাওয়া চলছে। আর সেই একই রকম টান দেখা গেল বীরভূমের বক্রেশ্বরে। সেখানে দেখা যায় গরম জলের উষ্ণ প্রশ্রবন সেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে। সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পূজো দিচ্ছেন সকলেই।

বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপিঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছরের মতো এবছরো। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর