ব্যুরো নিউজ, ৪ নভেম্বর: ফের ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল| মৃত বেড়ে হোল ১৩২
ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। রিখটার স্কেলে এর তীব্রতা ৬.৪। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল জাজারকোট জেলার লামিডান্ডা এলাকা। শুক্রবার গভীর রাতে কেঁপে ওঠে নেপাল। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগর, ও উত্তরাখণ্ডেও তা অনুভূত হয়।
রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য ভাঙরের ISF বিধায়কের
ইতিমধ্যেই নেপালের ভূমিকম্পে মৃত বেড়ে দাঁড়িয়েছে ১৩২। এখনো পর্যন্ত বহু লোক ধসের নিচে চাপা রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের দপ্তর জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য দেশে তিনটি নিরাপত্তা সংস্থাকে একত্রিত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দাইলেখ, সালিয়ান ও রোলপা সহ অন্যান্য জেলা থেকেও আহতের খবর আসছে। যারা আহত হয়েছেন তাদের জাজারকোট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে ৩ অক্টোবর, ৬.২ মাত্রার ভূমিকম্পে দিল্লি-এনসিআর এলাকা সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে কম্পন অনুভূত হয়। সেই সময়ে নেপালেও ভূমিকম্প টের পাওয়া গিয়েছিল। ইভিএম নিউজ