সংকল্প দে, ১০ মেঃ (latest Political News) পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ। বাড়িতে জলের কল রয়েছে অথচ সেই ট্যাপ কল দিয়েই পড়ছে না বিশুদ্ধ পানীয় জল। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত দক্ষিণ শান্তিনগর এলাকার আনন্দপল্লি ১৯/৫৩ অংশে বসবাসকারী বাসিন্দারা পানীয় জলের দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিগত দু’বছর যাবত এলাকা জুড়ে পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে। কিছু জায়গায় পানীয় জল আসলেও জল নিয়ে সমস্যায় পড়েছেন ১১০টি বাড়ির সদস্যরা।

এদিকে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তীব্র ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা। তারা জানান, এই জল সংকটের ফলে দীর্ঘদিন ধরেই তাদের পানীয় জল সংগ্রহের জন্য অন্যত্র যেতে হচ্ছে। ফলে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। শুকিয়ে গিয়েছে কুয়োর জলও। কিনে খেতে হচ্ছে জল।

বিষয়টি স্থানীয় পঞ্চায়ত সদস্য সহ বিভিন্ন দপ্তরে জানালেও হলোও পাওয়া যায়নি কোন সুরাহার পথ। স্বভাবতই পঞ্চায়ত সদস্যা, প্রধান এবং বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা। ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জির মত, ‘শুধু দক্ষিণ শান্তিনগর এলাকাই নয়, চয়নপাড়া সহ গোটা এলাকার মানুষই ভুগছে জল সমস্যায়। এদিকে ডাবগ্রাম ২নং প্রধান সব যেনে শুনেও চুপচাপ বসে আছেন’।

শিখার আরও বক্তব্য, জলের রিজার্ভারের জন্য জমিও পাওয়া গেছে। জলের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর টাকা দিয়েছে। তারপরেও সাধারণ মানুষকে পানীয় জল দিতে পারছে না পঞ্চায়েত। এটা অন্যায়। প্রধান এখানে কোন কাজ করে না’।

ডাবগ্রাম ২নংয়ের প্রধান সুধা সিংহ চ্যাটার্জীর সাফাই, প্রতিটি পঞ্চায়ত এবং অঞ্চল থেকে পিএইচই ডিপার্টমেন্টকে চিঠি করা হয়েছে। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি বাড়িতে ২০২৪-এর মধ্যে জল ঢুকবে। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর