ব্যুরো নিউজ, ৪ অক্টোবর: প্রথমবার আয়োজিত হল বিউটি প্রেসেন্ট শারদীয়ার মুখ কনটেস্ট
মুঠোফোনেই কেল্লাফতে | বিদেশ ভ্রমনে বইতে হবে না পাসপোর্ট
“Hifive” ও “DS” প্রোডাকশনের যৌথ উদ্যোগে আয়োজিত হল বিউটি প্রেসেন্ট শারদীয়ার মুখ কনটেস্টের ফ্যাশন শো। শারদীয়া উপলক্ষে পুজোর ঠিক আগেই সেরা পুজোর মুখ কনটেস্টের সূচনা করা হল। প্রথমবার এই ফ্যাশন শোয়ের আয়োজন করা হল।
শোভাবাজার রাজবাড়িতে মিস্টার, মিস, এ্যান্ড মিসেস কম্পিটিশনের মাধ্যমে শারদীয়ার সেরা মুখ খুঁজে নিলো। মিস ক্যাটাগরিতে ছিলো ১৭ জন মডেল, মিসেস ক্যাটাগরিতে ছিলো ১৯ জন মডেল, মিস্টার ক্যাটাগরিতে ছিলো ১৫ জন মডেল। নতুন পুরনো মিলিয়ে ৭৫ জন মডেল এই ৱ্যাম্পে শো করেছে । বিশেষ অতিথি হিসেবে ছিলেন মডেল অভিনেত্রী আলেকজান্ডার। ম্যানেজমেন্ট এ ছিলো সুদীপ্ত দেবনাথ, নীল বিশ্বাস, প্রদীপ পোদ্দার, প্রীতি জৈন, দেবলীনা, শর্মিষ্ঠা, শ্রীময়ী সাহা । কোরিওগ্রাফিতে ছিলো ভিহান সিং। জাজমেন্টে ছিলেন অভিনেত্রী মডেল পারমিতা ব্যানার্জী, সঙ্গীতা বিশ্বাস, মিসেস গ্লোবাল গুঞ্জন নিগম। মডেলরা ৱ্যাম্পে হেটেছে “শ্রীময়ী বুটিক”, “ভারতী কালেকশন”, ও “প্রিন্স কালেকশন” এর ড্রেস পরে। ইভিএম নিউজ