ইভিএম নিউজ ব্যুরো ঃ যতই নিক জোনাস সাহেবকে বিয়ে করুন না কেন, তারপরেও প্রিয়াঙ্কা চোপড়ার ‘দেশি গার্ল’ ইমেজটা এতটুকুও টোল খায়নি। আর পাঁচটা নরম মিষ্টি ভারতীয় মায়ের মতই, সন্তান আসার খবর সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থেকেই, প্রিয়াঙ্কার মনে ফূর্তির যেন শেষ নেই। অবশেষে সেই ফূর্তির বারুদ আকাশ ছুঁয়ে, প্রিয়াঙ্কার কোল আলো করে এল, ফুটফুটে এক কন্যাসন্তান। এই আনন্দ তো দেশবাসীকে বাদ দিয়ে ‘দেশি গার্ল’ এনজয় করতে পারেন না! তাই কবে মেয়ের মুখ ভারতবাসীকে দেখাবেন, তার অপেক্ষায় যেন ছটফট করছিলেন প্রিয়াঙ্কা। অবশেষে লস এঞ্জেলসের একটি অনুষ্ঠানে মেয়ে মালতীর মুখ প্রকাশ্যে নিয়ে এলেন প্রিয়াঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস। সেই সঙ্গে একটি ভিডিও-ও। আর তারপরেই মা-বাবার সঙ্গে ছোট্ট মালতির সেই ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, নেট-বিশ্বে।
অবশ্য প্রকাশ্যে মেয়েকে হাজির করার আগে, তার একটা রিহার্সালও যেন দিয়ে নিচ্ছিলেন, প্রিয়াঙ্কা আর নিক। কিছুদিন আগে একটি ম্যাগাজিনের ফটোশুটের জন্য ক্যামেরার সামনে এসেছিলেন প্রিয়াঙ্কা ও তাঁর মেয়ে। তবে ম্যাগাজিনে ছাপা সেই মা-মেয়ের ছোট্ট মালতির মুখ ছিল অস্পষ্ট। জানিয়ে রীতিমতো অভিমানী হয়ে উঠেছিলেন, প্রিয়াঙ্কার সোশ্যাল মিডিয়ার ভক্তরা। সম্ভবত সেই অভিমান আঁচ করেই, লস এঞ্জেলসের ওই অনুষ্ঠানে মেয়ের মুখ প্রকাশে আনলেন মা প্রিয়াঙ্কা। তবে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যাওয়া মা-মেয়ের সেই ছবির নীচে দেখা গেছে অসংখ্য অনুরাগীর তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য। সেটি হল ছোট্ট মালতীর মুখ অনেকটা, তার বাবা নিক জোনাসের মতো। কে জানে মায়ের মন এমন মন্তব্য করে হতাশ বা অভিমানী হল কিনা! সাধারণত ভারতীয় মায়েরা কিন্তু এমন মন্তব্য শুনলে বেশ স্বামী-সোহাগী হয়ে ওঠে, তাই না!

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর