একের পর এক দুর্নীতির বঙ্গে এ যেন প্রতিদিনের পরিচিত গানের কলি, ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’! গোটা রাজ্য যখন আবাস দুর্নীতি নিয়ে তোলপাড়,তারই মধ্যে উঠে এল আর একটি চাঞ্চল্যকর ঘটনা ।খোদ ‘বাউল সম্রাট’ পূর্ণদাস বাউলের ভিটে মাটি হাপিস ! তাঁর বিস্ফোরক অভিযোগ , রাজ্যের শাসকদলের মদতেই নাকি তাঁর জমির এই দখলদারি । মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েও কোন বিচার পাওয়া যায়নি। বহুদিন ধরেই তাঁর জমিতে গড়ে উঠছে রিসর্ট ,আবাসন ,হোটেল, রেস্তোরাঁ। বীরভূমের ইলামবাজার থানার কামারপাড়ার রাস্তার ধরে ১০ বিঘা জমি আছে তাঁর। শিল্পীর অভিযোগ , জমি হাঙ্গরদের এই চোরা কারবারিতে শিল্পীর স্বপ্নের বাউল আখড়ার ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে। তিনি জানান ,তাঁর ওই জমির ভুয়ো কাগজপত্র তৈরি করে জমির অনেকাংশ বিক্রি করে দিয়েছে জমি মাফিয়ারা। গোটা বিষয়টাই বীরভূমের জেলাশাসক ,মহকুমাশাসক ,জেলা ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে লিখিত অভিযোগ করেছেন খোদ বাউল শিল্পী পূর্ণদাস বাউল। সমস্ত ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন ইসলামপুর থানার পুলিশ ও ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা। শিল্পীর বহু বিখ্যাত গানের অন্যতম একটি গানের কলি ছিল,’মেনকা মাথায় দেল ঘোমটা। ‘ কিন্তু এবার এমন লজ্জায় কে ঘোমটা দেবেন ? ভবিষ্যত বলবে

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর