
পূর্ণদাস বাউলের জমি লোপাট !
একের পর এক দুর্নীতির বঙ্গে এ যেন প্রতিদিনের পরিচিত গানের কলি, ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়’! গোটা রাজ্য যখন আবাস দুর্নীতি নিয়ে তোলপাড়,তারই মধ্যে উঠে এল আর একটি চাঞ্চল্যকর ঘটনা ।খোদ ‘বাউল সম্রাট’ পূর্ণদাস বাউলের ভিটে মাটি হাপিস ! তাঁর বিস্ফোরক অভিযোগ , রাজ্যের শাসকদলের মদতেই নাকি তাঁর জমির এই দখলদারি । মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েও কোন বিচার পাওয়া যায়নি। বহুদিন ধরেই