পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের,ক্ষোভে পথ অবরোধ সুন্দরবনের সাহেবখালীর মহিলাদের
ইভিএম নিউজ ব্যুরো, ৩ এপ্রিলঃ জলদান -জীবনদান। এক ফোটা জলের বিনিময়ে বাচবে একটি প্রাণ। আর সেই পানীয় জলের দীর্ঘদিনের সমস্যায় জর্জরিত উত্তর ২৪ পরগনার সুন্দরবনের প্রত্যন্ত সাহেব খালি এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে দেখা যায় বাড়ির মহিলারা বালতি কলসি নিয়ে রাস্তার উপরে বসে পথ অবরোধ করছেন। তাদের অভিযোগ, বহুবার বিধায়ক, পঞ্চায়েত প্রধান, বিডিও সহ এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানানোর পরেও কোন সুরাহা হয়নি। ফলে তাই এই বিক্ষোভ ও পথ অবরোধ। আর তার জেরেই তীব্র যানজট সৃষ্টি হয় সাহেব খালির পি ডব্লিউ ডি রোডে। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা সকলেই। তার উপরে এদিন ছিল দুয়ারে সরকার ক্যাম্প।
সেখানে যাওয়ার উদ্দেশ্যে সরকারি আধিকারিকরা রওনা দিয়েছিলেন কিন্তু তারাও এই যানজটে ভোগান্তির শিকার হন। এই নিয়ে প্রশ্ন করা হলে হিঙ্গলগঞ্জ বিধানসভার এস সি এস টি ওবিসি সেলের সভাপতি সুরজিৎ বর্মন জানিয়েছেন, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ২০২৪ সালের মধ্যে প্রতিটা বাড়িতে পানিয় জল যায় পৌঁছে দেওয়া হবে এবং তার কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি ভ্যাট লাইনের মধ্য দিয়ে জল দেওয়া চলছে। কিছু জায়গায় সমস্যা আছে সেগুলোর দ্রুত সমাধানও করা হবে। পঞ্চায়েতের আগে জেলা সফরে মমতা
এই প্রসঙ্গে ভারতীয় জনতা পার্টির হিঙ্গলগঞ্জ দক্ষিণ মন্ডলের সভাপতি তরুণ মন্ডল বলেন, সব জায়গায় জানানো হয়েছে। তারপরেও এলাকার মানুষ জল পাচ্ছে না। এই ব্যর্থতার জন্য সরকারের পদত্যাগও দাবি করেছেন তিনি।(EVM News)