সুন্দরবনে ৩০টি কাঠের মিল বন্ধ করলো বনবিভাগ
ব্যুরো নিউজ, ২৫ সেপ্টেম্বর: সুন্দরবনে ৩০টি কাঠের মিল বন্ধ করলো বনবিভাগ পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। অক্সিজেনের সম্ভার যোগায় এই ম্যানগ্রোভ অরণ্য। জীব বৈচিত্রে বিশ্বে অন্যতম এই বাদাবন। সেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধীরে ধীরে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। অবাধে শেষ করে দেওয়া হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ কেটে কোথাও গজিয়ে উঠছে মাছের ভেড়ি, আবার কোথাও ঘর-বাড়ি। এমনকি হোটেল -রেস্তোরাঁও।