ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর: দেহ উদ্ধার তারাশঙ্করের
প্রায় ৪ দিন পরে উদ্ধার হলো কেওনঝড়ের জলপ্রপাতে নিখোঁজ ছাত্র তারাশঙ্কর সরকারের (২৪) মৃতদেহ। কলকাতার আশুতোষ কলেজের ছাত্র তারাশঙ্কর তাঁর বন্ধুদের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিল ঝারখণ্ড। সেখান থেকে ফেরার পথে উড়িষ্যার কেওনঝড়ে একটি জলপ্রপাত দেখতে যায় ওই ছাত্র। সেখানেই জলপ্রপাতের অত্যন্ত কাছে গিয়ে সেলফি তুলতে শুরু করে তারাশঙ্কর।
সেই সময় হঠাৎ পা পিছলে যায় তারাশঙ্কর ও তাঁর এক বন্ধুর। বন্ধুকে উদ্ধার করা গেলেও তারাশঙ্করের খোঁজ মেলেনি। জলপ্রপাতে তলিয়ে যায় এম এস সি পরিবেশ বিজ্ঞানের ফাইনাল ইয়ারের ছাত্র তারাশঙ্কর। অবশেষে রবিবার যেখানে সে ডুবে গিয়েছিলো সেখান থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
কলেজের তরফে নিখোঁজ ডায়েরি করা হলেও, তারাশঙ্করের পরিবার কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। দেহ ময়না তদন্তের পর নিয়ে যাওয়া হবে আরামবাগে তাঁর দেশের বাড়িতে। ইভিএম নিউজ