টেস্ট

ব্যুরো নিউজ, ২৬ ডিসেম্বর: দঃ আফ্রিকায় টেস্ট জিততে মরিয়া রোহিত 

বড়দিনের পরেই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দঃ আফ্রিকার বিরুদ্ধে ভারতের দুই টেস্টের সিরিজ। দঃ আফ্রিকায় টেস্ট জয় ভারতের এখনো অধরাই রয়ে গিয়েছে। তাই ক্যাপ্টেন রোহিত শর্মা এইবার সিরিজ জয়ের লক্ষ্যে। রোহিত সাফ জানিয়ে দিয়েছেন, দঃ আফ্রিকায় লাল বলের সিরিজ এখনো জেতা হয়নি। টিমের সমস্ত সদস্যদের মধ্যে এই বার্তাই ছড়িয়ে দিয়েছেন যে, বাভূমা টিমের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। দঃ আফ্রিকায় ভারতীয় দলের খেলার প্রচুর সুযোগ আছে। টিমের পেসার ও স্পিনারদের তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনভাবেই লুজ বল দেওয়া যাবে না। তিনি নিজেও সাচ্ছন্দে ব্যাট করতে বদ্ধপরিকর।

ফের Work From Home? কী ব্যবস্থা উইপ্রো-র?

এই মুহূর্তে কে এল রাহুলকে তিনি উইকেট কিপার ব্যাটার হিসাবে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। তবে মহম্মদ শামি না খেলায় চিন্তিত রোহিত। যেভাবে তিনি সদ্য সমাপ্ত বিশ্বকাপে বলে ঝাঁঝ দেখিয়েছেন, তা পাবেনা দঃ আফ্রিকা। তবে বুমরাহ ও মহম্মদ সিরাজের উপর যথেষ্ট ভরসা রাখছেন রোহিত। তৃতীয় পেসার হিসাবে প্রসিধ কৃষ্ণ ও মুকেশ কুমারের মধ্যে কাকে খেলানো হবে তা ঠিক হবে শেষ মুহূর্তে। একইভাবে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা দুই স্পিনারই খেলবেন? নাকি এদের মধ্যে একজনকে থাকতে হবে মাঠের বাইরে? দঃ আফ্রিকায় এবার লাল বলের সিরিজে নিজেদের সত্ত্বা উজার করে ভালো কিছু করে দেখাতে চান রোহিত। তবে প্রথম দুদিনেই বোঝা যাবে হাল হকিকত। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর