আইনি

ব্যুরো নিউজ, ০১ জানুয়ারি: তেহরিক- ই- হুরিয়াতকে বেআইনি ঘোষণা কেন্দ্রের 

ভারত থেকে জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করার নিরন্তর প্রয়াস চালানোর জন্য তেহরিক- ই- হুরিয়াতকে বেআইনি সংগঠন বলে ঘোষণা করলো ভারত সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তাঁর এক্স হ্যান্ডেলে রবিবার জানান, তেহরিক- ই- হুরিয়াত কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করা ও সেখনে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার জন্য এক টানা ষড়যন্ত্র চালিয়ে আসছিলো। সংগঠনটির বিরুদ্ধে UAPA ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব নিয়োগ

ভারত বিরোধী প্রচার বেশ কিছু বছর ধরেই লাগাতার চালিয়ে যাচ্ছিলো কাশ্মীর জুড়ে। মুসলিম লিগ আগে নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছিলো। এই লিগের নেতা ছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। বর্তমানে এই সংগঠনের নেতা হলেন অল ইন্ডিয়া হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী গোষ্ঠীর চেয়ারম্যান মাসারাত আলম। সেই সংগঠন নিষিদ্ধ হওয়ার পরেই তেহরিক- ই- হুরিয়াত নামে পাক উগ্রপন্থী সংগঠনের নেতৃত্ব মাসারাতের হাতে চলে আসে। কারণ ইতিপূর্বে সংগঠনের প্রাক্তন নেতা গিলানির মৃত্যু হয়। কেন্দ্রীয় সরকারের ধারনা, এই হুরিয়াতকে নিষিদ্ধ করায় ভারত বিরোধী শক্তিকে কিছুটা হলেও শায়েস্তা করা যাবে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর