ইভিএম নিউজ ব্যুরো, ৮ মার্চঃ কাউন্সিলরের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন। উৎসবে শামিল তৃণমূলের শিষ্য নেতৃত্ব সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। আজ বসন্ত উৎসবের দ্বিতীয় দিনে নদীয়ার শান্তিপুরের ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উদ্যোগে শান্তিপুর থানার মাঠে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ সহ পৌরসভার পৌর আধিকারিকরা।
শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদেরকেও এই বসন্ত উৎসবে শামিল হতে দেখা যায়। তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানিয়েছেন, ওয়ার্ডের মানুষের কথা ভেবেই এই বসন্ত উৎসবের আয়োজন করেছেন তিনি। তবে এই বসন্ত উৎসবে ওই ওয়ার্ডের অগণিত মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
রঙিন আবিরের ছোঁয়ায় মেতে ওঠে ওয়ার্ডের অধিবাসীবৃন্দ। যুবক-যুবতীরাও এই বসন্ত উৎসবে সামিল হয়ে আনন্দে মেতে ওঠে। প্রদীপ প্রজ্জজলনের মধ্যে দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী। বিধায়ক জানিয়েছেন, ‘শান্তিপুরের আবেগ কখনো ধরে রাখা যায় না, শান্তিপুরের রাস যেমন শান্তিপুরের কৃষ্টি সংস্কৃতি, তেমনি বসন্ত উৎসব ও কোন অংশে কম যায় না। আমি এই বসন্ত উৎসবে আসতে পেরে খুবই খুশি, মানুষ আনন্দে মেতে থাকুক এটাই আমার কামনা’।