অরূপ পাল,২৭ ফেব্রুয়ারিঃ  এটিকে-মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর কাছে বড় ম্যাচ এখন শুধুই অতীত ।কোচের  নজর কেবলই ৪ ঠা মার্চ এলিমিনেটর পর্বের ওড়িশা এফসি ম্যাচ। এই ম্যাচে জয় পেলে তবেই এবারের  আইএসএল টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে গঙ্গাপারের ক্লাবটি।

গত তিন বছরে ডার্বি ম্যাচে টানা আট বার জয় পেলেও কোনোও ট্রফি কিংবা বড় সাফল্য কিন্তু নেই তাঁদের ঝুলিতে।লিগ  জয়ের খেতাব হাতছাড়া হলেও এবার আইএসএলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা  রয়েছে তাঁদের কাছে। আর তাই, বাগান কোচ ফেরান্দোর পাখির চোখ শুধুই  ওড়িশা ম্যাচ । তিনি  চাননা বড় ম্যাচ জয়ের আবেগে ভেসে গিয়ে কোনভাবে ওড়িশা ম্যাচে জয়ের লক্ষ্য থেকে সরে যাক দলের ফুটবলাররা।‌ আর তাই, ওড়িশা ম্যাচের আগে  প্রস্তুতিতে কোন খামতি না রেখে সোমবার অনুশীলনে নেমে পড়লেন সবুজ মেরুন ফুটবলাররা।

চোট সমস্যা কাটিয়ে  ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন নির্ভরযোগ্য কার্ল ম্যাকহিউ। বড় ম্যাচে গোল পাওয়া দলের দুই ফুটবলার  স্লাভাকো এবং দিমিত্রি পেত্রাতোসের পারফরম্যান্সে অত্যন্ত খুশি বাগান কোচ। এখন দেখার বড় ম্যাচের মতন নিজেদের  পারফরম্যান্সকে অব্যাহত রেখে ফেরেন্দোর ফুটবলাররা শনিবাসরীর লড়াইয়ে জিতে   ফাইনালের  টিকিট সংগ্রহ করতে সক্ষম হন কিনা

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর