সংকল্প দে, ৮ মেঃ (Latest News) ডক্টর ইন্দ্রনীল খাঁ এর উপস্থিতিতে শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো চায়ে পে চর্চা।

শিলিগুড়ি-ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খাঁ মহাশয়ের উপস্থিতিতে রবিবার শিলিগুড়ি সাংগঠনিক জেলার মেডিক্যাল মন্ডলে চায়ে পে চর্চার আয়োজন করা হয়।

 ভারতীয় জনতা পার্টি গত ২৮ শে ফেব্রুয়ারী থেকে গ্রামের মানুষদের সুবিধার্থে এই প্রকল্প চালু করেছিল। গ্রামের মানুষজন যে সমস্ত বিষয়ে অসুবিধের সম্মুখীন, সেই বিষয় গুলো দেখবার জন্যই এই কর্মসূচী। যেমন- গ্রামের প্রতিটি মানুষ আবাস যোজনার ঘর পাচ্ছে কি না, তাদের শৌচালয় আছে কিনা, এমনকি ড্রেনের পরিষেবা ঠিক ঠাক পাচ্ছেন কি না -এইরকম একাধিক সমস্যার সমাধান এবং তাদের মনের কথা শোনার জন্য ‘মন কি বাত’ কর্মসূচী শুরু হয়েছিল।

ওই দিন চায়ে পে চর্চার অনুষ্ঠানে ডক্টর ইন্দ্রনীল খাঁ মহাশয় উপস্থিত হয়ে রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে বললেন, যেভাবে রাজ্যে একের পর এক দুর্নীতি সামনে আসছে , তা দেখার পর কোন ভাবেই তাদের উপর বিশ্বাস রাখা যাচ্ছে না। আর সেই কারনেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেই ‘মন কি বাত’ কর্মসূচী চালু করা হয়েছে। এর পর তিনি উত্তরবঙ্গের কালিয়াগঞ্জের ঘটনা নিয়েও রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

রবিবার চায়ে পে চর্চায় ডক্টর ইন্দ্রনীল খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি অরজিৎ দাস, দুই সাধারণ সম্পাদক অনিত দাস ও মনীষা সরকার এবং উপস্থিত ছিলেন মেডিক্যাল মন্ডল  বিজেপি সভাপতি মনিকন্ঠ সরকার প্রমূখ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর