জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মায়ের মৃতদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার কাণ্ডে গ্রেফতার হওয়া অঙ্কুর দাসের জামিন। স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণধার অঙ্কুরের বিরুদ্ধে ৫০০ / ৫০০ (২ ),৩৪, ১২০বি ধারায় মামলা রুজু হয়। কারন আম্বুলেন্স সংগঠনের অভিযোগ আভিজগ ছিল হাস্পাতালের হেল্প ডেস্কে ম্রিতের পরিবারকে অ্যাম্বুলেন্সে জেতে না দিয়ে তিনি তাঁদেরকে ম্রিতদেহ কাঁধে করে নিয়ে জেতে বলেন এবং প্রশাসনকে হেও করার জন্য সেই ছবি তুলে সোশ্যাল সাইটে পোস্ট করেন ইচ্ছাকৃতভাবে । তবে মানবিকতার কাজে অঙ্কুরকে রেহাই দিল আদালত। আদালতে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের হেফাজত চাওয়া হয়। কিন্তু বিচারপতি মহম্মদ জাফর পারভেজ ওই আবেদন নাকোজ করে অংকুরের জামিনের আবেদন মঞ্জুর করেন। শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন দেওয়া হয় তাকে। গত ৫ জানুয়ারি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত লক্ষীরানী দেওয়ানের মৃতদেহ কাঁধে নিয়ে রওনা দিয়েছিলেন ছেলে রামপ্রসাদ দেওয়ান ও মৃতার স্বামী জয়কৃষ্ণ দেওয়ান। অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া দেওয়ার সামর্থ তাঁদের ছিলনা। আর এরপরেই গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়। তবে আপাতত অংকুরের স্বস্তি। জামিন পেয়ে তিনি বলেন , এটা সত্যের জয় ।
