জলপাইগুড়ির পুলিশ সুপার

ইভিএম নিউজ ব্যুরো, ৩ এপ্রিলঃ আত্মবিশ্বাস আর ইচ্ছা শক্তি এই দুটি থাকলেই যেকোনো অসম্ভবকেও সম্ভব করা সম্ভব!তাই এবার শুনুন জলপাইগুড়ির পুলিশ সুপার খাণ্ডাল বাহাল উমেশ গণপতের লড়াই এর গল্প। দ্বাদশে ইংরেজিতে ২১ পেয়ে ফেল করেছিলেন। পড়া ছেড়ে শুরু করেন চাষবাস করেন বলে শোনা যায়। পরবর্তীতে ইংরেজিতে স্নাতকোত্তর পাশ করে ইউপিএসসি (UPSC) দিয়ে আইপিএস অফিসার ।

জেনে নেওয়া যাক আইপিএস উমেশ গণপত আসলে কে?

মহারাষ্ট্রের কৃষক পরিবারের ছেলে তিনি। জন্ম  খাণ্ডালবাহাল উমেশ গণপত ৷ উমেশ গণপতের পড়াশোনা শুরু হয় এসজি পাবলিক স্কুলে। মাধ্যমিক পড়েছিলেন নাসিকের মর্ডান হাইস্কুলে।  এরপর কেটিএইচএম (KTHM )জুনিয়র কলেজে একাদশ -দ্বাদশ শ্রেণিতে পড়েন। তবে এখানেই ধাক্কা খান উমেশ। ইংরেজিতে ফেল করে যান। ১০০ এর মধ্যে মাত্র ২১ নম্বর পান। তারপর আর দশজন ফেল করা ছাত্রের মত পড়াশোনা ছেড়ে দিতে চেয়েছেন। সেই মত বাবার সঙ্গে শুরু করেন কৃষি কাজও।এভাবে  দুইবছর কেটে যায়।

বন্ধুদের পরামর্শে মুক্ত বিদ্যালয় থেকে আবার পড়াশোনা করে। বাড়িতে বসে ডিস্টেন্স এ ইংরেজিতে ফেল করায় সায়েন্স বিভাগ থেকে কলা বিভাগে এসে নিজের জেদে ইংরেজিতে স্নাতক ডিগ্রী পাশ করেন। তারপর এমএ ও বিএডও করেন তিনি।

তবে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় ইংরেজিতে ফেল করলেও ছাত্র হিসাবে বরাবর মেধাবী ছিলেন উমেশ গণপত। জীবনে প্রথম রাজ্য স্তরের পুলিশের   পিএসআই পরীক্ষায় বসে প্রথম বারই সাফল্য পান। এতেই তার আত্মবিশ্বাস ফিরে আসে। সেই বিশ্বাসেই UPSC এর জন্য পড়াশোনা শুরু করেন। ২০১২ সালে UPSC এর জন্য প্রস্তুতি নিতে দিল্লী চলে যান।  তবে ২০১৫ সালে প্রথমবার UPSC ক্র‍্যাক করেন। তার র‍্যাংক হয় ৭০৪।  এবং তিনি গ্রামের প্রথম ব্যক্তি যিনি আইপিএস পাশ করেন । উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কাজের সূত্রে ঘুরে বেড়িয়েছেন। ২০২০ সালে দিনহাটার এসডিপিও (SDPO) ছিলেন তিনি। পরবর্তীতে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হন৷ চলতি মাসে জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার হিসাবে কাজে যোগ দেন।

যে ছেলে টা উচ্চ মাধ্যমিকে  সেই ইংরেজিতে ফেল করা ছেলেই পরবর্তীতে মুক্ত বিদ্যালয়ে  পড়ে আজ পুলিশ সুপার হয়ে দেশের এক জেলার আইন শৃঙ্খলার দায়িত্ব সামলাচ্ছেন।

এই প্রসঙ্গে  পুলিশ সুপার উমেশ গণপত বলেন, ইচ্ছা শক্তি থাকলে সবই জয় করা যায়। ব্যর্থতা জীবনের একটা  অঙ্গ তবে সেই ব্যর্থতাকে পিছনে ফেলে মনের ইচ্ছাশক্তিতেই সফলতা পাওয়া যায় বলে মনে । (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর