ব্যুরো নিউজ, ২৬ অক্টোবর: জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত
জমি সংক্রান্ত বিবাদের জেরে মৃত্যু হল একজনের। মৃতের নাম লবকুমার নস্কর। তার বয়স ৪২ বছর। ঘটনাটি ঘটেছে বুধবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার সজিনাতলা গ্রামে। ঘটনায় গুরুতর জখম হন সুবীর নস্কর নামে আরো এক ব্যাক্তি। তাঁকে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পাক ক্রিকেট দলে অশান্তির কালো মেঘ
সূত্রের খবর, লবকুমার নস্কর ও সুবীর নস্কর সম্পর্কে কাকা ও ভাইপো। দীর্ঘদিন ধরেই কাকা লবকুমারের সাথে ভাইপো সুবীরের সম্পত্তি নিয়ে বিবাদ চলছে। বুধবার সকালেও দুজনের মধ্যে এ নিয়ে বচসা হয়। তখনই আচমকা শাবল দিয়ে ভাইপোর মাথায় আঘাত করে কাকা লবকুমার। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুবীর। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় লবকুমার নিজের ঘরে ঢুকে করাত দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে । পাশাপাশি ঘটনার তদন্ত ও তারা শুরু করে। ইভিএম নিউজ