ইভিএম নিউজ ব্যুরো, ১ লা এপ্রিলঃ কথায় আছে, “নারীর কেশেই বেশ”। তবে মারণ রোগে সেই চুল হারাতে হয় অনেক নারীকেই। আর এই সমস্ত নারীদের পাশে এগিয়ে এল বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গার বছর এগারোর অদ্রিজা নন্দী। নিজের জন্মদিনে চুল কেটে উপহার দিল ক্যান্সার রোগীদের জন্য ছোট্ট অদ্রিজা। এ যেন আক্কেবারে অন্যরকম জন্মদিন পালন।(Hair Donetion for Cancer Patients)
পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে একটি ভিডিয়ো দেখে অনুপ্রাণিত হয় ছোট্ট অদ্রিজা। তারপরই তার এই সিদ্ধান্ত।আর সেই চুল দান করল মম্বাইয়ের মঙ্গল আনন্দ হসপিটালের ক্যান্সার রোগীদের। ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিতে হয় কেমোথেরাপি। আর এই কেমোথেরাপির রেডিয়েশনেই তাঁদের হারাতে হয় মাথার চুল। তাই ক্যান্সারে আক্রান্ত রোগীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য নিজের জন্মদিনে চুল কেটে ফেলল বছর বারোর অদ্রিজা। অদ্রিজার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সহায়তা করেন তাঁর মা শিল্পী মণ্ডল। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। বাঁকুড়ার ছোট্ট অদ্রিজা তাঁর জন্মদিনে সবার কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করল সকলের কাছে। এক্কেবারে অন্যরকম বার্তা দিল সমাজের কাছে। বর্তমানে অনেক সমাজসেবী সংস্থা আছে যারা ক্যান্সার(cancer petient) রোগীদের বিভিন্নভাবে সাহায্য করে থাকে। তবে অদ্রিজার এত কম বয়েসে এইরকম অভাবনীয় ভাবনা সমাজের সকলের কাছেই প্রশংসিত হচ্ছে।(EVMNews)
এই প্রসঙ্গে তার বাবা-মা বলেন, আমারা চাই অদ্রিজা বড় হয়ে এইভাবেই মানুষের পাশে দাঁড়াক। ভবিষ্যতে তার এই ছোট ছোট প্রয়াস মানুষকে উপকৃত করতে পারে । পাশাপাশি তার এই কর্মকাণ্ডে বেজায় খুশি প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়- পরিজন।(Kolkata latest news)