ব্যুরো নিউজ, ২১ নভেম্বর: গোষ্ঠ যাত্রায় হাজারো ভিড়, সতর্ক প্রশাসন

সোমবার ছিল বলরাম প্রভূর গোষ্ঠ যাত্রা। বিগত বছরগুলির মতো এই বছরও বীরভূম জেলার খয়রাশোল থানার বলরাম প্রভূুর গোষ্ঠ যাত্রায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তাই প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

ছট পুজো উপলক্ষে ঘাটে ঘাটে কড়া নিরাপত্তা 

এদিন সোমবার বলরাম প্রভূকে ভক্তি শ্রদ্ধা সহকারে ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা, শঙ্খধ্বনি গোষ্ঠের গান গাইতে গাইতে গোষ্ঠডাঙ্গা মঞ্চে আনা হলো।

 

এই বছর গোষ্ঠ মেলা চলবে ৫ দিন। ঐতিহ্যবাহী গোষ্ঠ মেলায় খাবারের দোকান,মনিহারি, খেলনা, ইমিটেশন, নাগরদোলা, ম্যাজিক, সহ নানান পশরা সাজিয়ে বসেছেন দোকানদারেরা। ইভিএম নিউজ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর