ব্যুরো নিউজ, ৮ নভেম্বর: গরফায় বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার 

গড়ফার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হোল প্রবীণ দম্পতির ঝুলন্ত দেহ। তাদের দেহের সামনের থেকে একটি ‘সুইসাইড নোট’ ও উদ্ধার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দঃ কলকাতার গড়ফার পূর্বাচল রোড এলাকায়। ওই এলাকার একটি আবাসনে ৬৫ বছরের প্রবীণ সুধন্য প্রামানিক, তার স্ত্রী সবিতা প্রামানিক, তার  ছেলে, ছেলের বউ ও তার নাতিকে নিয়ে থাকতেন।

আবারো চিকিৎসায় গাফিলতি! টিএল জয়সওয়াল হাসপাতালে রোগীর মৃত্যু

জানা গিয়েছে, ঘটনার সময় তার ছেলে নিজের স্ত্রী ও সন্তানকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন। বুধবার সকালে তারা পুরী থেকে ফিরে এই দৃশ্য দেখতে পান। তড়িঘড়ি তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে। দেহের পাশে পাওয়া সুইসাইড নোটে লেখা ছিল দম্পতির মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। পাশাপাশি তারা জানিয়ে গিয়েছেন যে নাতির প্রসাদের জন্য তারা অপেক্ষা করছিলেন। নাতির প্রসাদ পেয়েছেন। তাই এইবার তারা খুশি মনে চলে যেতে পারেন। বাড়ির সব চাবি কোথায় রাখা আছে তার হদিস ও রয়েছে ওই সুইসাইড নোটে। ওই সুইসাইড নোটে নাতিকে ভালো করে মানুষ করার পরামর্শ ও দিয়ে গেছেন ওই দম্পতি।

স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন দম্পতির সন্তান। নাতির জন্য পুরীর মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল। প্রবীণ দম্পতি সেই পুজোর প্রসাদের জন্য অপেক্ষা করছিলেন। মা-বাবার সঙ্গে নাতিও বুধবার সকালে বাড়ি ফিরেছে। সেই থেকে পুলিশের অনুমান, সম্ভবত সেই প্রসাদের কথাই সুইসাইড নোটে লিখে গিয়েছেন প্রবীণ দম্পতি। পুলিশ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই পরিষ্কার হবে, কী করে মৃত্যু হল দম্পতির। পারিবারিক কোনও সমস্যার জেরেই এই ঘটনা ঘটেছে কি না, সব দিকই খতিয়ে দেখবে পুলিশ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর