ব্যুরো নিউজ, ৭ অক্টোবর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সাথে সাংবাদিক বৈঠকে শুভেন্দু
আজ বিজেপি দফতরে সাংবাদিক বৈঠকে বসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃনমূলের ধর্না মঞ্চ প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, তৃনমূল ধর্নার নামে নাটক চলছে। পশ্চিমবঙ্গে যে দুর্নীতি চলছে সেটাকে ঢাকার জন্যই এসব করছে তৃণমূল । শুভেন্দু আরও বলেন, আজ রাজ্যপালের গেটের সামনে তাঁরা ধর্নার জন্য আসেনি, এসেছে বাংলার মানুষের সামনে যে মিথ্যে বলা হয়েছে সেটার সত্যি জানানোর জন্য। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সম্পর্কে তৃণমূলের নেতারা বলেছেন যে উনি পালিয়ে গেছেন দেখা না করে। কিন্তু সেটা সম্পূর্ন মিথ্যে। এটার জন্য তৃণমূলের নেতাদের ক্ষমা চাওয়া উচিত নিরঞ্জন জ্যোতির কাছে।
ধর্না মঞ্চ থেকে রাজ্যপালকে খোঁচা অভিষেকের
শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গবাসীর কাছে অনুরোধ করতে চাই যে বা যারা এই দুর্নীতি করে চলছে বাংলার মানুষের সাথে তাদের জন্য ক্যাগ রিপোর্ট করুন। অডিট করুন। যারা চুরি করেছেন তাদের জেলের ভেতর দেখতে চাই । মাননীয়া মন্ত্রী কে তিনি অনুরোধ করেন স্পেশাল অডিট টিম দিয়ে তদন্ত করানোর জন্য। এই জব কার্ডের নামে যে টাকা চলে গিয়েছে পিসি ভাইপোর কাছে সেই বিপুল টাকার পরিমান পাওয়া যাবে। কামদুনি কাণ্ড প্রসঙ্গেও তিনি বলেন, কামদুনি কাণ্ডের রায়ে গোটা রাজ্যজুড়ে লোক থু থু করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইভিএম নিউজ